|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
কুমিল্লা শহরে “মুক্ত মনুষ্যত্ব”সংগঠনের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
কুমিল্লা শহরে "মুক্ত মনুষ্যত্ব"
(অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন) উদ্যোগে ২৬ জানুয়ারি রাতে প্রায় ২ শতাধিক পথ-দরিদ্র, অসহায় মানুষের মাঝে শীতকালীন সামগ্রী বিতরণ করেন, "মুক্ত মনুষ্যত্ব"সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আরিফুর রহমান জিলান এবং মো:ওয়াশিউর রহমান সাওম।
এসময় উপস্থিত ছিলেন, জিসান, সিয়াম, রাফি, ফয়সাল, জাহিদ, সাব্বির, কামরুল, ইয়ামিন,সহ অর্ধশতাধিক সদস্য।
"মুক্ত মনুষ্যত্ব" সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আরিফুর রহমান জিলান এবং মোহাম্মদ ওয়াশিউর রহমান সাওম জানান,
তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, সারা দেশের
পথ-দরিদ্র, দুঃস্থ ওঅসহায় মানুষের মুখে হাসি ফুটানো। তাঁরা আজীবন অসহায় দরিদ্র মানুষের পাশে বন্ধু হয়ে থাকতে চায়। এজন্য সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.