|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাভারের একটি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৪
শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।
২৭ জানুয়ারি, শনিবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কারখানার মূল ফটকে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানায়, বেশ কয়েকদিন ধরে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় রাতুল নিট ওয়্যার কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে মালিক পক্ষ কোন সমাধানে না এসে আজ থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।
সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.