|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৪
সৌদি আরবস্থ রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) স্থানীয় সময় রাত ১১টায় সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে রিয়াদ মহানগরের সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন সরকার, আবু তাহের মোঃ মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী, দিদারুল আলম, শেখ মোঃ নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া, নিজাম উদ্দীনসহ প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষণা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।
২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.