|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ২৪ বোতল ফেনসিডিল ও দেড় লক্ষাধিক টাকাসহ ২জন মাদকব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে মাদক কেনাবেচার সময় দেড় লক্ষাধিক টাকা ও ২৪ বোতল ফেনসিডিলসহ ২জন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাটের একটি চৌকস দল আজ ২৭ জানুয়ারি শনিবার রাত ১ টায় পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মোঃ এনামুল হকের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম(৪১) ও একই গ্রামের মৃত সোলায়মান সরদারের পুত্র মোঃ রুবেল সরদার (৩৪) কে ২৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৫২ হাজার ১শত ৪৫ টাকাসহ গ্রেফতার করে। এছাড়াও উত্তর গোপালপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ মন্ডলের পুত্র এনামুল কৌশলে পালিয়ে যায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,পলাতক আসামী এনামুল ও গ্রেফতারকৃত আসামী জাহানারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এনামুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামী রুবেল ও এনামুল জাহানারা‘র সহযোগী হিসেবে কাজ করত ।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল ক্রয় বিক্রয়ের সময় র্যাব তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের পাঁচবিবি থানায় সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.