|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেন অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ৭ প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আরোপ করা হয়েছে।
গতকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।
এ সময় চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্হ বেশ কিছু প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠানে আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবকে মালঞ্চ স্টোরকে ১৫ হাজার টাকা, সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার টাকা, পালবাজারের মানিকের জিলাপি দোকানকে ১০হাজার টাকা, ঘোষ কেবিনকে ১০ হাজার টাকা, ঘোষের দোকানকে ১০ হাজার টাকা, মা সুইটসকে ১০ হাজার টাকা ও বাসুদেব ঘোষকে ১০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ টি প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল।তাকে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকশ টিম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.