|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ভূইঁয়ারা গ্রামের সাব্বির হোসেন কে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৪
কচুয়া উপজেলা ৫নং সহদেবপুর ইউনিয়ন ভূইঁয়ারা গ্রামের বাসিন্দা মো. মানিক মিয়ার একমাত্র রোজকারকৃত সন্তান মো. সাব্বির হোসেন (২২) নামে এক অটোচালক কে হাত পা বেঁধে হত্যা করে, অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান, ছিনতাইকারী দল।
জানাযায়, গতকাল দুপুরে বাড়ী থেকে অটোরিকশা নিয়ে রোডে বাহির হন সাব্বির হোসেন, রাতে বাড়ীতে না ফেরার কারনে তার পিতা মানিক মিয়া ও তার মা জাহানারা বেগম, আত্নীয়স্বজন হতে এলাকার সব জায়গায় খোঁজাখোজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে খোঁজাখোজি একপর্যায়ে পালাখাল যাওয়ার রাস্তার মাথায় কচুরিপানার নিচে লাশ পড়ে থাকার পাওয়া যায় এবং অনেক লোকের সেখানে সমাগম ঘটে।
পরে তার মা জাহানারা বেগম এসে সাব্বির হোসেন এর লাাশ সনাক্ত করেন। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ প্রশাসনের লোক গিয়ে মৃত সাব্বির হোসেন এর লাশ উদ্ধার করে, কচুয়া থানা থেকে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।
তবে প্রশাসনের কতৃক জানাযায় ময়নাতদন্তের শেষে হত্যাকারীদের সনাক্ত করে, তাদের ধরে আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.