|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে খেজুর গাছ থেকে রস নিয়ে নামার সময় নিচে পড়ে আনোয়ার পাশা প্রকাশ বুলবুল মিস্ত্রী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ীয়াস্থ আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার পাশা ঐ গ্রামের ৯নং ওয়ার্ডের কামাল উদ্দিন মেম্বার বাড়ীর মৃত শফিউল্লাহ’র পুত্র।

মৃত আনোয়ার পাশা আকিলপুর দারুল আরকাম ইসলামীয়া নূরানী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রস নিয়ে খেজুর গাছ থেকে নামার সময় গাছ থেক নিচে পড়ে যান। গ্রামের লোকজন গাছের নিচে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.