|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুল সংস্থাটির দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে।
গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুল সংস্থাটির দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন।
এর আগে বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করে।
সায়মা ওয়াজেদ বর্তমানে ব্যারি ইউনিভার্সিটিতে (মার্কিন যুক্তরাষ্ট্র) অর্গানাইজেশনাল লিডারশিপে ডক্টরেট সম্পন্ন করছেন।
তিনি ২০১৯ সাল থেকে ডব্লিউএইচওর এর মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা এবং সংস্থাটির মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.