|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
যুবলীগ নেতা মশিউর সরকারের বাবা মো: সিরাজুল হক সরকারের জানাজার সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর মতলব উত্তর উপজেলা ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন, দক্ষিণ রাঢ়ীকান্দি, গ্রামের কৃতি সন্তান,যুবলীগ নেতা মশিউর সরকার, ও ৪ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ সরকারের বাবা,সিরাজুল হক গত ২১ তারিখ রবিবার রাত ১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন) সিরাজুল হক সরকারের মৃত্যুতে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছেন।রাঢ়ীকান্দি গোপাল সরকার বাড়ি নিবাসী , মোঃ সিরাজুল হক সরকার ছিলেন, একজন নম্র বদ্ধ সামাজিক ও বর্ণিল কর্মময় জীবনের অধিকারী, মহান মুক্তিযুদ্ধের সময় টেলিফোন এক্সচেঞ্জ এ কুমিল্লায় কর্মরত থেকে তথ্য আদান প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে সহায়তা করেন,ভাষা সৈনিক,
২২ তারিখ সোমবার পবিত্র জোহরের নামাজের পর দক্ষিণ রাঢ়ী কান্দি ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত। মৃত্যুকালে তার বয়স ছিল,৮৬ বছর জন্ম : ২৮/১২/১৯৩৭, মৃত্যুকালে তার তিন ছেলে দুই মেয়ে,রেখে জান, একই দিনে,
মৃত জলিল সরকারের ছেলে,মোবারক সরকার ১০.৩০মিনিটে ইন্তেকাল করেন, একই সময় দুই মরহুমের জানাজা একসাথে অনুষ্ঠিত হয়,
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.