|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৪
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের আওতাধীন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ বারোআউলিয়া হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার (২১ জানুয়ারী) সকাল ১১টার সময় বারোআউলিয়া হাইওয়ে থানার হল রুমে ওপেন হাউজ ডে এর আয়োজন করা হয়। এসময় কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা। বারোআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার শাহ আলম, এসআই দীপক সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.