|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ২৫০জন শীতার্তদের মাঝে বন্ধনের কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৪
পাঁচবিবিতে ২৫০ জন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বন্ধনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় বন্ধন কর্তৃক পৌর সদর মাতাইশ মঞ্জিল অফিস প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি মাজেদুর রহমান প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন,জয়পুরহাট -১আসনের হ্যাটট্রিক বিজয়ী এমপি সামছুল আলম দুদু । বিশেষ অতিথি ছিলেন,থানা পুলিশের এস আই মনোয়ারুল ইসলাম প্রমূখ। বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শীতে ১ হাজার কম্বল বিতরণের টার্গেট নিয়ে কার্যক্রম উদ্বোধন করা হলো। আজ আড়াইশো কম্বল বিতরণ করলাম। পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় বিতরণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.