|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর সমাধিতে মুন্সীগঞ্জ -১ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা নিবেদন
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৪
বঙ্গবন্ধুর সমাধিতে মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ,ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।
(২২ জানুয়ারি)সোমবার দুপুরে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে নবনির্বাচিত এমপি ও আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর নবনির্বাচিত এমপি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু,৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।
এর আগে সকাল ১০টার দিকে নিজ নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শতাধিক প্রাইভেটকার এবং বাস বহর নিয়ে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান পলাশ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল চোকদার, শ্রীনগর উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সদস্য এস এম শাহাদাত হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রনি চৌধুরী,কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আজিজুল ইসলাম, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন,পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু,সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বায়জিদ,সহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.