|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অ্যাড. নয়ন এমপিকে সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৪
লক্ষ্মীপুর –২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২২ শে জানুয়ারি) দুপুর ১ ঘটিকার সময় তার নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
এই সময় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন,অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাসসের হোসেন দুলাল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের -উপাধ্যক্ষ উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, চারদিকে শিক্ষা আলো চড়াচ্ছেন ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আমি মনে করি লক্ষ্মীপুর জেলার মধ্যে এই প্রতিষ্ঠানটি পড়াশোনার পাশাপাশি ইনশাআল্লাহ্ সুনাম-সুখ্যাতির লাভ করবে। কষ্ট করে আপনারা এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ্ আপনাদের পাশে আছি আমি আমাকে সবসময় আপনারা কাছে পাবেন।
উল্লেখ্য যে, শিক্ষার নিবেদিত প্রাণ, সফল ব্যাক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগি,শিল্পপতি, ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গোলাম ফারুক হুমায়ুন কবির ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে ২০১৮ সালে অত্র স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.