|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
১০ম বর্ষ পদার্পন করল প্রবাস মেলা।
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৪
উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগান নিয়ে প্রবাসীদের সুখে ও দূখে দীর্ঘ ৯ বছরের পথ পারি দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল প্রবাস মেলা।
যারা এই দীর্ঘ পথ চলার পথে অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু এখন আমাদের সাথে নেই প্রথমে তাদের প্রতি জানাই আন্তুরিক ধন্যবাদ। সাথে সথে প্রবাসীদের মুখ পত্র প্রবাস মেলার সম্পাদক, উপদেষ্টা, শুভাকাংখি, বিজ্ঞাপন দাতা সহ যে সকল সহযোদ্ধারা বা যারা অন্তরালে থেকে এতদূর এগিয়ে নিয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এরই ধারাবাহিকতায় আমিরাত প্রবাস মেলার পাঠক ফোরামের আয়োজনে দুবাইয়ের একটি স্থানিয় হোটেল হলরুমে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সভাপতি শিবলী আল সাদিক, সার্ক সাংবাদিক ফোরাম আমিরাতের সভাপতি সামসুর রহমান সোহেল, দৈনিক ইত্তেফাক আরব আমিরাত প্রতিনিধি এস এম ফয়জুল শহিদ ফয়সাল, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর দপ্তর সম্পাদক ফখর উদ্দিন মুন্না, কিউ টিভি আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, এশিয়ান টেলিভিশন দুবাই প্রতিনিধি সাগর দেব, সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরোয়ার, দুবাই নিউজ টুডের বাংলাদেশ কো-অডিনেট সাইফুল ইসলাম, ডেইলি ঢাকা প্রেস এর দুবাই প্রতিনিধি সানজিদা ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সদস্য জশিম উদ্দিন, বাংলাদেশ প্রবাস ক্লাব আমিরাতের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, মো: আশরাফ, মো: শওকত হোসেন, মো: হাবিবুর রহমান, ইফতেখার, মো: ফরহাদ, মো: ফিরোজ প্রমুখ।
উপস্থিত সকলকে সাথে নিয়ে কেক কাটেন প্রবাস মেলার আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.