|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরন
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকার ২’শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পক্ষ থেকে শীতের কম্বলগুলো বিতরণ করা হয়। রবিবার সকাল দশটায় হাটখোলা বিওপি প্রাঙ্গনে প্রধান অতিথি ব্যাটালিয়নের সহ অধিনায়ক মেজর আফিক হাসান গরীব ও অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার এনামূল হক ও স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান সহ বিজিবি সদস্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.