|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নীলফামারীতে যুব নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবকদের উন্নয়নে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৪
নীলফামারীতে যুব নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবকদের উন্নয়নে ভিএসও বাংলাদেশের সহযোগীতায় ও যুব ফোরাম রংপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২০শে জানুয়ারি শনিবার) নীলফামারী চেম্বার অফ কমার্স ভবনের হল রুমে নীলফামারী জেলা যুব ফোরামের সভাপতি ও রংপুর বিভাগীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুব ফোরামের সভাপতি মোঃ জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক বৈশাখী, অর্থ সম্পাদক জনাব আলী, নীলফামারী সদর উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ ইমরান খান, ডিমলা উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ সেকেন্দার আলী বাদশা, সাধারণ সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, জলঢাকা উপজেলা যুব ফোরামের সভাপতি মো ফারুক ইসলাম, সৈয়দপুর উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক প্রমুখ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.