|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের চলতি মৌসুমের সেচ কার্যক্রম উদ্ভোদন
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৪
মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সেচকার্যক্রম-২০২৪ বোরো মৌসুমের পানি সেচের উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ জানুয়ারি শনিবার সকালে উদামদী পাম্প হাউসে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে সেচ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।
তিনি বলেন, প্রতি ইঞ্চি জায়গা আবাদ এর জন্য পানি সেচ ও নিষ্কাশন দুটিই জরুরী। প্রকল্পের উন্নয়নের জন্য সরকার আর্থিক বরাদ্দ দিয়েছে। অচিরেই এর সুফল কৃষকরা পাবে। প্রকল্পের ধান আমাদের চাহিদা মিটিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। প্রকল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে সজাগ হতে হবে। প্রকল্পের বরাদ্দকৃত কৃত কাজ সমূহ সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, তিনি বলেন সেচ প্রকল্পটি বোরো মৌসুমে সেচের পাশাপাশি আউশ- আমনেও সেচ সুবিধা দিলে আমাদের কাঙ্খিত লক্ষ্য মাত্রা পূরণ হবে। মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কৃষি-পরিবেশ বিষয়ক সম্পাদক ও কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর এর সভাপতি মো: আতাউর রহমান সরকার বলেন, সারা বছর সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি বোরো মৌসুমে তীব্র শীতের কারণে আমাদের কৃষক ভাইয়েরা সঠিক সময়ে বীজতলা তৈরি করতে ব্যর্থ হচ্ছে। কেউ কেউ আগাম বীজতলা করার কারণে চারার বয়স বৃদ্ধি হওয়ায় ফলন কম হয়। তাই সঠিক সময়ে চারা রোপণের জন্য আগাম পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে আগামী বছর পহেলা জানুয়ারি থেকে শুধু উদ্ভোদন নয় পুরুদমে পানি সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানাই।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তুু পাল বলেন, আমরা প্রকল্পটি ঢেলে সাজানোর জন্য কাজ করছি, ৬০ কিলোমিটার মাঠ নালা পাকাকরণ কাজ চলছে। বাকি কাজ গুলো সম্পন্ন হলে সারাবছর সেচ সুবিধা দেওয়া সহজ হবে।
এছাড়া উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মো: নাসির উদ্দিন সরকার ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান প্রধান,মো: নাসির উদ্দীন সরকার সহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.