|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে শীতার্ত ও দরিদ্র পরিবারের মাঝে কভারসহ লেপ বিতরণ
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৪
প্রতি বছরের ন্যায় ফরিদপুর বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিষ্ঠান এনজিও ফেডারেশন (এফডিএ) এর উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে কভারসহ লেপ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৮ জানুয়ারি)২৪ ইং তারিখ
বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফডিএ)
নিজস্ব কার্যালয়ে পদ্মার চরমঞ্চলের অতি দরিদ্রও শীতার্ত, খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরনী আয়োজন করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, তিনি বলেন চলমান শৈত্যপ্রবাহে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের স্বল্পতায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি।ছিন্নমূল অসহায় মানুষগুলো নিজের পেটের ক্ষুধা মেটাতে হিমসিম খেতে হয়,সেখানে শীতের কাপড় কেনা কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি চাই সমাজের সকল বিত্তবান মানুষ এই শীতে যতটুকু সম্ভব অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াই।
এই সময় শীতবস্ত্র পাওয়ায় নিজেদের অনুভূতির কথা জানিয়ে অনেকেই বলেন, আমরা চর অঞ্চলের মানুষ শীত বেশি হওয়ায় কাজ নেই, আমাদের অনেকটাই কর্মহীন। গত কয়েকদিন থেক প্রচন্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো।কিন্ত আজ লেপ কভার পেয়ে আমরা অনেক খুশি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান- উল- ইসলাম,এফডিএর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল, ফরিদপুর বেসরকারি এনজিও প্রতিষ্ঠান বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.