|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
হরিহরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৪
যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব শারমিন সুলতানা, তথ্য সেবা কেন্দ্র জসীম উদ্দীন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান, আব্দুল আলিম, মনসুর আলী, আতিয়ার রহমান, আব্দুল খলিল, আবু তালেব, মোঃ আলী গদর, রেজাউল ইসলাম, আবুল হোসেন, মোছাঃ ঝরনা খাতুন, রহিমা খাতুন, পারবিনা খাতুন। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস তিনি জানান- তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে হরিহরনগর ইউপির ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে ৩শ' কম্বল বিতরণ করা হচ্ছে। তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.