|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ছিদ্দিকে আকবর (রাঃ) নূরানী মাদ্রাসার সবক প্রদান ও পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া ছিদ্দিকে আকবর (রাঃ) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান ও নূরানী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সভাপতি বেলাল হোসেন কোম্পানির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা এইচ এম নুরুল করিম আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক।
প্রধান বক্তা ছিলেন, নুরানী তালীমুল কুরআন বোর্ড ফেনী জেলা শাখার সভাপতি মুফতি অলি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড ট্রাষ্টের জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মহিউদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম আজাদ, কোষাধ্যক্ষ মেহেদী হাছান, সহ-সাংগঠনিক জসিম উদ্দিন, সদস্য ফয়েজ আহাম্মদ, নুর ইসলাম ফরেষ্টর, আবদুল মোমিন পাটোয়ারী, আবু আহমেদ, নুরুল আবছার মিন্টু, আবদুল মোতালেব, এয়ার আহমেদ, আব্দুল হক ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আব্দুল আজিজ, মাও.উসমান ভূঞা,মাও. শাহীনুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল সহ শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকাবৃন্দ।
পরে সবক প্রদান শেষে এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদ, শিক্ষার্থী সহ সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.