|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সাংবাদিক বোরহান উদ্দিন ডালিমকে হাসপাতালে দেখতে গেলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. বোরহান উদ্দিন ডালিম ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯ টার দিকে হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন।
তাহার অসুস্থতার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সহ নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং তার অসুস্থতার খোঁজখবর নেন।
এসময় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, মহিলা সম্পাদিকা সাবিত্রী রাণী ঘোষ, সদস্য এইচ.এম. মাসুদ প্রমুখ।
বর্তমানে বোরহান উদ্দিন ডালিম কার্ডিওলজি বিভাগের ডাক্তার নাজমুল হক এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.