|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে দিনেদুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লোটপাট , গ্রেপ্তার ৫
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে দিনেদুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা, লুটপাট করার অভিযোগ উঠেছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজারে শ্রীঘর গ্রামের মরহুম বাচ্চু মেম্বারের ছেলে মো. জাকির হোসেনের শিহাব এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী নবীনগর থানায় একটি মামলা দায়ের করলে ৫ জনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন, একই গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে হোসেন মিয়া ও মানিক মিয়া, মৃত অবিদ মিয়ার ছেলে মনির হোসেন এবং মৃত মালেক মিয়ার ছেলে সোলেমান মিয়া।
জানা যায়, ৭ জানুয়ারি (রোববার) জাকির হোসেনের দোকান থেকে এক হাজার টাকা বাঁকি নিয়ে অস্বীকার করে চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন। পরে এরই জেড় ধরে ২ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়ে রোববার মানিকনগর বাজারে শালিশে বসে স্থানীয় সাহেব সর্দারেরা। ঐ শালিশে বসা অবস্থায় চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন ও জারু মিয়ার ছেলে ইউসুফ এর নেতৃত্বে ৩০/৪০ জনের সংঘবদ্ধ দল রাম দা, কিরিচ, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ শিশু মেম্বার বলেন, আমি ও অন্যান্য সাহেব সর্দারেরা শালিশে বসা অবস্থায় চর মানিকনগর গ্রামের কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়ে চলে যায়।
ভুক্তভোগী জাকির মিয়া বলেন, ৭ জানুয়ারি (রোববার) চর মানিকনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আলাউদ্দিন আমার দোকান থেকে এক হাজার টাকা বাঁকি নিয়ে অস্বীকার করলে ২ জনের মধ্যে কথা কাটাকটি হয়। বিষয়টি নিয়ে বাজার কমিটির লোকজনসহ বাজারের আহসান উল্লাহ দোকানে সালিশে বসেন, এ অবস্থায় যখন দেখেন আলাউদ্দিনের বিপক্ষে রায় যাবে তখন আগে থেকেই চর মানিক নগর থেকে নৌকায় করে নিয়ে আসা রাম দা, কিরিচ, পিস্তল সহ লাঠিসোঁটা নিয়ে আলাউদ্দিনের নেতৃত্বে ৩০/৪০ জন লোক হামলা, লুটপাট করে চলে যায়। এ ঘটনায় আমার দোকানে বিকাশের নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয় এ
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.