|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁর সাপাহারে বিধবা নারীকে ধর্ষণের আসামী কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
নওগাঁয় বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত্রি এগারোটায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ত্রিশ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়ন ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
ধষর্ণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। আদালত ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে তাসিকুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।পলাতক থেকে আজ তাসিকুল আদালতে আত্নসমপর্ণ করে জামিনের প্রাথর্না করলে আদালত উভয় পক্ষের শুনানি অন্তে জামিনের দরখাস্ত না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।তাসিকুলের পক্ষে জামিন শুনানি করেন এ্যাডভোকেট আবু মাসউদ। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ পি.পি এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.