|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
১৫ জানুয়ারি, ২০২৪ ইং অসহায় দরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছেন নির্বাহী কর্মকর্তা জনাব নাসরিন চৌধুরী।
সকাল ৬ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৭ ঘটিকায়
মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের হল রুমে প্রায় ১০০জন অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিন,
সমাজ সেবক,মোঃ আলতাফুর রহমান
কানাডা প্রবাসী, মাহবুব হাসান,দৈনিক নাগরিক ভাবনা মৌলভীবাজার প্রতিনিধি গোবিন্দ মল্লিক, প্রমূক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো কম্বল উপজেলার বিভিন্ন স্থানে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল পৌছে দিচ্ছি।
তিনি আরও বলেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.