|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ঝাঁপা ইউনিয়নে কোমলপুর বাজারে এমপি ইয়াকুব আলীর কর্মীদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর বাজারে ওয়ার্ড মেম্বার খালেদুর রহমান টিটুর কার্যালয়ে সংসদ নির্বাচন পরবর্তী মনিরামপুরের এমপি আলহাজ্ব হাফেজ মোঃ ইয়াকুব আলীর নেতা কর্মীদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যায় (১৩ জানুয়ারি) আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে অতিথির হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ঝাঁপা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব। বক্তব্য রাখেন, ইউপি সদস্য খালেদুর রহমান টিটু, প্রশান্ত মাস্টার, রেজাউল ইসলাম রিজার্ভ, আশুতোষ মল্লিক, অসীম বিশ্বাস, রবিউল ইসলাম, ডাক্তার শহিদুল ইসলাম, রতন সরকার, জিল্লুর রহমান, সহদেব বিশ্বাস প্রমুখ। অতিথি রবিউল ইসলাম রবি
বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে ইয়াকুব ভাইয়ের হাতকে শক্তিশালী এবং সকল উন্নয়ন কাজ স্বচ্ছতার সাথে করতে হবে। সভা শেষে ইয়াকুব ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.