|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
রামরাজ্য
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৪
হীনে যদি কোন দিন পায়
আপনে সে ফিরে না চায়।
দুঃখ দেয় সে প্রিয় জনে
হারা হয় সে স্বজন মনে।
অজাত থাকলে পাশের বাড়ি
দূরে যাও ভাই তাড়াতাড়ি।
নয়তো সম্মান রবে না আর
নিজের জীবন হবে ছারখার।
দস্যু বাটপার থাকলে পাশে
তার সম্পদ লোভ বারোমাসে।
আইল কাটবে কয়দিন পর পর
সুখের সংসার ভাঙ্গবে যে ঘর।
কলিযুগে রাম রাজ্য নাই
স্বার্থপর আর নিষ্ঠুর রয় তাই।
কারো কাছে বিচার দিলে
পাঠায় দিবে উর্ধনীলে।
ঔষধি ফল পাকলে মরে
কি করবে আর বিদ্যাধরে।
ভেবে দেখো সাধুর ছেলে,
না ভাবলে ভাই তলে গেলে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.