|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নাগরিক কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী হাট- বাজার ইজারা প্রদানে স্থানীয় পত্রিকায় প্রচার, নোটিশ না টানানো, ঢোল শহরত ও মাইকিং না করে অতি গোপনে ইজারা প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পাঁচবিবি নাগরিক কমিটির আয়োজনে উক্ত প্রতিবাদ সভা তিনমাথা মোড়ে নাগরিক কমিটির আহবায়ক দেওযান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খালেকুল ইসলাম বকুল, নাগরিক কমিটির সদস্য সুভাষ চন্দ্র, রেজাউল আকন্দ, রফিক মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে পাঁচবিবি ঐতিহ্যবাহী হাট বাজারের গোপন ইজারা বাতিল করে নতুন ইজারার প্রদানের দাবী জানান। না হলে পরবর্তী বৃহত্তর আন্দোলন কর্মসূচী গ্রহন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.