|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নিভৃতে কেটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হিলি ট্রেজিডি দিবস
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৪
গতকাল ছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা" হিলি ট্রেজিডি দিবস।
১৯৯৫ সালের ১৩ জানুয়ারি আজকের এই দিনে দিনাজপুরের হিলি রেলষ্টেশনে ঘটেছিল এক হৃদয় বিদারক ট্রেন দূর্ঘটনা। আজ থেকে ২৯ বছর আগে সেদিনের দূর্ঘটনার কথা মনে হলে আজও গা শিউরে উঠে স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারী শুক্রবার রাত প্রায় সাড়ে ৯ টার দিকে হিলি রেলষ্টেশনের ১ নং লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ-পার্বতীপুর গামী ৫১১ নং লোকাল ট্রেনটি। কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েন্টম্যানের দায়িত্বহীনতার কারনে ১ নং লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর-খুলনা গামী ৭৪৮নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস। ভুল সংকেতের কারনে মুহুর্তেই দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে ভারী হয়ে উঠে হিলির আকাশ বাতাস।
দুমড়ে মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ ৩ টি বগী। পরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সদস্যসহ স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। বেসরকারী ভাবে নিহতের সংখ্যা শতাধিক হলেও সরকারী ভাবে ঘোষনা করা হয় ২৭ জন।
পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছুটে আসেন হিলিতে। ঘোষনা দেন আহত ও নিহত পরিবারকে ক্ষতি পুরণের।
এদিকে স্টেশনে প্রতি বছর হিলি রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে দিনটিকে হিলি ট্রেন ট্রাজেডি দিবস হিসেবে নিহতদের স্মরনে বুকে কালো ব্যাজ ধারন, ট্রেন দূর্ঘটনা এড়াতে ট্রেনের গায়ে ব্যানার লাগানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.