|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে সদ্য সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে হামলা আহত ২
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সদ্য সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে মোটরসাইকেলযোগে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সাবেক এমপি অক্ষত অবস্থায় থাকলেও তাঁর ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুকসহ দুজন আহত হয়েছেন।
১২ জানুয়ারী শুক্রবার বিকেল ৫টায় সলিমগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সপরিবারে তার নিজ এলাকার লাউর ফতেহপুর ইউনিয়নের বাসারুক গ্রামে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদারের সভাপতিত্বে, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের
অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে সলিমগঞ্জ বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে কিছুদূর সামনে এলে আমিনুল, ইশতিয়াক, শান্তসহ ১০-১২ জন অতর্কিতভাবে পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এর পর বাজারের লোকজন এগিয়ে এলে তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হামলাকারীরা
হামলায় আহত সাইফুর রহমান সোহেল বলেন, ‘হঠাৎ করে আক্রমণকারী আমিনুল আমাকে বলে, সামনে সাঈদ ভাইয়ের সাথে দেখা করতে হবে। আমি যেতে অস্বীকৃতি জানাই। এ সময় গাড়ির গ্লাস বন্ধ করে দেওয়া হয়।
এ সময়
এ কে এম মমিনুল হক সাঈদের সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং মারধর করেন।
এ বিষয়ে জানতে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয় এ
নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক এমপি সাহেব যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।
মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.