|| ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁ ঐতিহ্যবাহী গ্রামীন ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৪
নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উত্তর পার্শ্বের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, শরিফ উদ্দিন বাচ্চু এবং জুলেখা বেগম প্রমুখ।
এছাড়াও আশরাফুল ইসলাম রফিকুল ইসলাম ও আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.