|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
আমিরাতে আজমান হামেদিয়া পার্কে সনাতনীদের মিলন মেলা।
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৪
সংযুক্ত আরব আমিরাত সনাতনীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।আরব আফ্রিকা সৎসঙ্গ সেন্টার কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন উৎসব।
গতকাল ১২ ইং জানুয়ারি ২০২৪ ইং আজমান হামিদিয়া পার্কে উদযাপন হয়। উক্ত অনুষ্ঠানে আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারো সনাতনী মিলিত হয়। বিশ্ববাসী এবং সকলের মঙ্গল কামনায় সকাল ১১ টায় সৎসঙ্গ উদযাপন হয়।
বনভোজনে আসা ভক্তদের মাঝে ভান্ডারা প্রসাদ বিতরণ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা ধুলা এরপর ছোট বাচ্চাদের ১০০ মিটার দৌড়, বালটিতে বল নিক্ষেপ, বল স্ট্যাম্পিং, দাদাদের ১০০ মিটার দৌড়, মায়েদের বালিশ খেলা, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বালটিতে বল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান।
উক্ত খেলায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান করেছেন তাদেরকে আরব আফ্রিকা সেন্টারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.