|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ট্রাক্টরের ধাক্কায় ঠাকুরগাঁও গড়েয়ার ইসলাম নামে এক হোটেল শ্রমিক নিহত
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৪
ট্রাক্টরের ধাক্কায় ঠাকুরগাঁও গড়েয়ার ইসলাম নামে এক হোটেল শ্রমিক নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় হোটেলের কাজ শেষে শ্বশুর বাড়ি ফিরার পথে ট্রাক্টরের ধাক্কায় ইসলাম (২৫) নামে এক (হোটেল শ্রমিক) মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
১২ জানুয়ারি শুক্রবার দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামে আদিবাসী পাড়ার সামনে সড়কে এ ঘটনা টি ঘটে।ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১ নং ওয়াড এর মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত হোটেল শ্রমিক ইসলাম দুপুরে গড়েয়ায় হোটেলের কাজ সেরে বাজার খরচ নিয়ে বাবুর হাট শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঝলঝলি এলাকায় শাওতাল পাড়ার সামনের রাস্তায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী স্বপ্নীল নামক একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চালক শাহীন পালিয়ে যায়। এসময় ঘটনা স্থলেই নিহত হয় ইসলাম।
বীরগঞ্জ থানার (এসআই) জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টর এবং মটরসাইকেল টি জব্দ করে স্থানীয় আজাহার মাস্টারের জিম্মায় রাখা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
এ ঘটনায় মৃত ইসলামের এখনো কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.