|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের গর্ব মন্ত্রী হচ্ছেন হচ্ছেন ডা. দীপু মনি
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৪
ডা. দীপু মনি আবারও মন্ত্রী হচ্ছেন।
এই নিয়ে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মোবাইল ফোনে শপথ নেওয়ার প্রস্তুতি নিতে তাঁকে অনুরোধ জানানো হয়।
এদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আবারও মন্ত্রী হচ্ছেন―এমন খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর সদর ও হাইমচরে তাঁর নির্বাচনী এলাকায় সতীর্থদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো আনন্দ মিছিল না হলেও সর্বত্র ইতিবাচক আলোচনা চলছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল দৈনিক বাংলার অধিকার কে বলেন, ‘আপা আবারও মন্ত্রী হচ্ছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য ও গর্বের বিষয় বটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান জানান, জননেত্রী শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভায় যোগ্য মানুষকে যথার্থ মূল্যায়ন করছেন।
এটি চাঁদপুরবাসীর জন্য বড় পাওয়া। কারণ তিনি তো এই চাঁদপুরের চাঁদমুখ।’
বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ডা. দীপু মনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিক্ষামন্ত্রী হন তিনি।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এবারও পূর্ণমন্ত্রী হচ্ছেন ডা. দীপু মনি।
তবে এবারে নতুন করে অন্য কোনো মন্ত্রণালয়, না আগের মন্ত্রণালয়েই থাকছেন তিনি―এটি এখনো নিশ্চিত করা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.