|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কেন্দ্রীয় যুবদলের শোকবার্তা
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর জেলার সাবেক শাহরাস্তি ছাত্র দলের আহবাযক, শাহরাস্তি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু'র পিতা হাজী আবু বকর মোঃ ফয়েজ উল্যা মিয়াজী(৭৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। গতকাল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা জুবায়ের আল নাহিয়ান রাজু'র পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন।
সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বার্তায় প্রেস রিলিজের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় উপজেলার নিজমেহার গুলাচী বাড়ির ওয়ালি উল্লাহ্ মিয়াজীর পুত্র আবু বকর মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ মিয়াজী(৭৫) নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আত্মীয় স্বজন। এসময় প্রাথমিক চিকিৎসা কালে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
মৃতকালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তিনি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএডিসিতে কর্মকর্তা হিসেবে ২০১৩ সালে চাঁদপুর সদর থেকে অবসর গ্রহন করেন।২৪ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় নিজ বাড়ির ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে সমাধিস্থ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.