|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে বঙ্গবন্ধুর ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৪
ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী সোনাগাজী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন ও শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন চেয়ারম্যান এর সঞ্চালনায় এতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি এড নাছির উদ্দিন বাহার, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, আওয়ামিলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, নুরুল আফছার, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.