|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত এক
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় শংকর ত্রিপুরা (৬৩) নামে এক ত্রিপুরা সর্দারের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জানুয়ারী) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শংকর ত্রিপুরা ঐ এলাকার পাহাড়ী ত্রিপুরা পাড়ার মৃত মনকরাই ত্রিপুরার ছেলে। জানা যায়, নিহত শংকর ত্রিপুরা প্রতিদিনের মতো সুলতানা মন্দির এলাকায় একটি মন্দিরে গীতা পাঠ করতে যাওয়ার সময় জিপিএইচ ইস্পাত কারখানার সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী একটি স্টার লাইন বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ত্রিপুরা সর্দার শংকর মারা যাওয়ার খবরে পাহাড় থেকে শতাধিক ত্রিপুরা অধিবাসী মহাসড়কে এসে স্টার লাইনের সব বাস আটক করে প্রতিবাদ জানান।তাৎক্ষণিক সংবাদ পেয়ে বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ীর মালিক পক্ষের সাথে সমোঝোতার আশ্বাস দিলে ত্রিপুরা জনগোষ্ঠীরা সড়ক থেকে সরে পড়েন। তিনি আরও জানান, স্টার লাইনের একটি বাসের ধাক্কায় এক ত্রিপুরা ব্যক্তি নিহত হন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.