|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে কেক কেটে ইংরেজী নববর্ষ উদযাপন
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ইংরেজী নববর্ষ-২০২৪ উদযাপন করা হয়েছে।
১০ জানুয়ারি (বুধবার) বিকালে সরকারি গ্রন্থাগারের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে নববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে নতুন বছরে মঙ্গল কামনা করে কেক কাটা হয়। কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক নার্গিস সুলতানা।
বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক বিএম পাপুল হোসেন , পাঠক কুসুমা বেগম প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.