|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৮৪ নওগাঁ-৩ আসনে মাহফুজা আকরাম চিকনআলীসহ ৫ জন প্রার্থীরা জামানতের টাকা হারালেন
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৪
৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে পাঁচজনই জামানত হারাতে যাচ্ছেন।
নওগাঁ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট।তার বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট। কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুবুল হক মান্নাফ পেয়েছেন ১ হাজার ৩৩১ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৭৮৬ ভোট, কেটলি প্রতীক নিয়ে ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী পেয়েছেন ১ হাজার ৭০১ ভোট, জাপার প্রার্থী মাসুদ রানা ৩ হাজার ৪৪১ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী পেয়েছেন ৫৯৭ ভোট।
এখানে মোট ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৭ ভোট। তাই এ আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রতিটি আসনের কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। এ হিসেবে নওগাঁ-৩ আসনে পাঁচজন প্রার্থী জামানত ফেরত পাবেন না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.