|| ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ৪ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ গ্রেফতার-১
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৪
গতকাল সোমবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী কয়া এলাকা হতে ৪ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন (নেশাজাতীয়) ইঞ্জেকশন সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যামের সদস্যরা।
জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়া কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া এলাকা হতে ৪ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন (নেশাজাতীয়) ইঞ্জেকশন সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত শাছুল মন্ডলের পুত্র মোঃ ফরহাদ মন্ডল (৩৮)। আসামী ফরহাদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো সে।
আসামীকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করে বলে র্যাব সূত্রে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.