|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীর ১ টিতে জাপা প্রার্থী বিজয়ী ৩ টি আসনে নৌকা
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৪
পটুয়াখালীর ১ টিতে জাপা প্রার্থী বিজয়ী ৩ টি আসনে নৌক
পটুয়াখালীতে ৪টি আসনের ৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার তিন মাঝি। জেলার শুধুমাত্র ১টি আসনে জয় পেয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার। বিজয়ী জাপা প্রার্থী হলেন পটুয়াখালী-১ আসনের এবিএম রুহুল আমিন হাওলাদার। পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের ১৫৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। এ এলাকায় মোট ভোটার সংখ্যা হল, ৪ লাখ ৭৩ হাজার ২৫৭ জন।
এদিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম ফিরোজ নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী মো.মহসিন হাওলাদার ২ হাজার ৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই এলাকায় মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন। এ ছাড়া পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) নির্বাচনী এলাকার ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন ঈগল প্রতীকে ৫৯ হাজার ২৪ ভোট পেয়েছেন। পটুয়াখালী ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৬৭ জন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের ১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমান নৌকা প্রতীকে ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৪০২ ভোট। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার সংখ্যা হল৷ ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.