|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রংপুর ৩ আসনে জিএম কাদের বিজয়ী
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৪
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে। তিনি লাঙল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ২৩ হাজার ৩২৬ ভোট পান।
রোববার রাতে রংপুরের জেলা প্রশাসকের হলরুমে রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের আংশিক এলাকার ১৭৫টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।এছাড়াও জাসদের শহিদুল ইসলাম মশাল প্রতীকে ২৩১৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির শফিউল আলম আম প্রতীক নিয়ে ২৬৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব প্রতীকে ২০৩ ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুর রহমান রেজু একতারা প্রতীকে ৫৫৭ ভোট পেয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.