|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে এমপি প্রার্থী, ছেলেকে নিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট ১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার এমপি পদপ্রার্থী এডভোকেট সামছুল আলম দুদুর একমাত্র ছেলে মেরাজ আলম সৈকতকে ভোটের মাঠে দেখাযায়। নির্বাচনী প্রচার-প্রচারণায় ভোটের মাঠে তাকে দেখা না গেলেও ভোটের দিন বাবার সঙ্গে ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করতে দেখা যায়। তিনি ইঞ্জিনিয়ারিং ও এমবিএ কমপ্লিট করার পর বিদেশি একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি করেন ও ঢাকাতেই বসবাস করেন। এবারের নির্বাচনে বাবার জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক জীবনে ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকে সুখে দুখে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের পাশে থেকেছে আমি আশা করব তারা আমার বাবাকে অবশ্যই ভোট দিবে। রবিবার সকাল ১১ টার দিকে বাঘ জানার দি-মুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বাবার ন্যায় বঙ্গবন্ধুর মুজিব কোট পড়ে ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সাধারণ ভোটারের সঙ্গে কথা বলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.