|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নিজ কেন্দ্রে ভোট দিলেন নৌকার প্রার্থী এস এম আল মামুন
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৪
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ্ পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন দক্ষিণ সলিমপুর এলাকার ইমামনগর ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারী) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রচার-প্রচারণায় যে ভাবে মানুষের ভালোবাসা পেয়েছি তা থেকে এটা স্পষ্ট, সবকিছু ঠিক থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত। আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছি। মানুষ আমাকে ভালোবাসে, আর তাদের ভালোবাসা ব্যালটেই প্রকাশ পাবে। আওয়ামী লীগ সরকারের আমলে সীতাকুণ্ডসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আর উন্নয়নের এই ধারা রাখতে নৌকায় ভোট দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আসনে সংঘাতের কোন আশঙ্কা নেই, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাছাড়া আমাদের সবার মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি ভোটারদের নিয়ে আসতে তারা সে অনুযায়ী কাজ করছে। আশা করছি একটি সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ যে সীতাকুণ্ড, আকবরশাহ্ ও পাহাড়তলী আংশিক নিয়ে চট্টগ্রাম-৪ আসন গঠিত। এর মধ্যে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চট্টগ্রাম সিটিকরর্পোরেশনের ৯ ও ১০ নং ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির দিদারুল কবির দিদার (লাঙ্গল), তৃণমূল বিএনপির খোকন চৌধুরী (সোনালি আঁশ), বিএনএফ এর মোহাম্মদ আক্তার হোসেন (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান ( ঈগল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ শহিদুল ইসলাম চৌধুরী (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ মোজাম্মেল হোসেন (চেয়ার)। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.