|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে বেসরকারি ভাবে জয়ী নৌকা প্রতীকে ফয়জুর রহমান বাদল।
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাতে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম। নবীনগরে ১৪৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৮৭৩ ।
মোট বৈধ ভোট ১ লাখ ৭৪ হাজার ২০৯ । অবৈধ ভোটের সংখ্যা ২৬৬৪।
শতকরা ৪০ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট, জাতীয় পার্টি মো. মোবারক হোসেন দুলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩৭৮ ভোট,ইসলামী ঐক্যজোট মো. মেহেদী হাসান মিনার প্রতীকে পেয়েছেন ২৭৫৪ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন সৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টি জামাল সরকার একতারা প্রতীকে পেয়েছেন ৭৬২ ভোট, তৃণমূল বিএনপি হাবিবুর রহমান সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪৩৩ ভোট।
বেসরকারি ফলাফলে ফয়জুর রহমান বাদল কে বিজয়ী ঘোষণা করে হয়েছে।
এর আগে রোববার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.