দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় খুলনা -১ আসনে নৌকা প্রতীক নিয়ে ননী গোপাল মন্ডল ১ লক্ষ ৪৩ হাজার ৫'শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় পেয়েছেন ভোট । জানা গেছে, খুলনা -১ আসনে মোট ২ লক্ষ ৯০ হাজার,২'শ ৬৫ জন ভোটারের জন্য মোট ১১০টি কেন্দ্রে বটিয়াঘাটা উপজেলার ৬১ টি কেন্দ্রে পেয়েছেন ৬৮ হাজার, ৪'শ ০৫ ভোট এবং দাকোপ উপজেলার ৪৯ টি কেন্দ্রে পেয়েছেন ৭৫ হাজার ১শ ৭৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় পেয়েছেন ৪ হাজার ,৯'শ ৯০ ভোট । খুলনা -১ আসনে সব মিলিয়ে মোট প্রায় ৫৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । এ ব্যপারে বিজয়ী প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল কাছে জানতে চাইলে তিনি এপ্রতিবেদককে বলেন, বিজয়ের আনন্দে কোন নেতাকর্মী যেন প্রতিহিংসা পরায়ণ না হয় । সে জন্য তিনি সকল দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন । আর যদি কেউ অতি উৎসায়ী হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার সঙ্গে দলের কোনো প্রকার সম্পর্ক থাকবে না ।