|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কোন প্রকার সহিংসতা ছাড়াই কচুয়ায় ভোট গ্রহণ সম্পন্ন কচুয়ায় বিপুল ভোটে নির্বাচিত হলেন ড. সেলিম মাহমুদ
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৪
কোন প্রকার সহিংসতা ছাড়াই কচুয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা উপজেলার ১শ’ ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গুলোতে ভোটার উপ¯স্থি’তি লক্ষ্যণীয় থাকলেও দুপুর ১২ টার পর ভোটার উপ¯স্থিতি তেমন দেখা যায়নি। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগ যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যা”চ্ছে তা প্রায় নিশ্চিত।
সকাল ৮টায় কচুয়া উপজেলার পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ। ভোট দেয়া শেষে তিনি ¯’স্থানীয় সাংবাদিকদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
অপর দিকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মো. সেলিম প্রধান নিজ কেন্দ্র তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এবং জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম সোহেল কচুয়া সরকারি পাইলট উ”চ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
রাত সাড়ে ৯ টার দিকে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। কচুয়া আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭’শ ৫৯ জন। মোট প্রাপ্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৬শ ১৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদ ১ লক্ষ ৫১ হাজার ৩’শ ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. সেলিম প্রধান (চেয়ার) পেয়েছেন ৫ হাজার ৭’শ ৭৯ ভোট। জাসদের প্রার্থী সাইফুল ইসলাম সোহেল (মশাল) প্রতীকের পেয়েছেন ৩ হাজার ৮’শ ২১ ভোট। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭শ ১১ ভোট।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ, স্বা¯’্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব ড. মো. শেখ ছাদেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও রেশমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর, কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপ¯স্থিত ছিলেন।
ছবি ০১: কচুয়ার পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দি”চ্ছেন, নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.