|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রাজারহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৪
রাজারহাটে রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে শনিবার ৬ ডিসেম্বর উপজেলা চত্বরে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্ব ও নির্দেশনায় অনুষ্ঠিত প্যারেডে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। রাজারহাট উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মাঝে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন তিনি। এসময় নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ করণীয় বর্জনীয় সংক্রান্ত বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.