|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ভোটের সরঞ্জাম বিতরণ, রাত পোহালেই ভোট
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৪
দিনাজপুরের বিরামপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬০টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার ৬ই জানুয়ারি সকাল ১১টায় উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা নুজহাত তাসনীম আওন প্রতিটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ করেন।
বিরামপুর উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, বিরামপুর উপজেলায় ৬০টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভোটের মাঠে পুলিশ, আনসার সদস্য, বিজিবিসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
উল্লেখ্য বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩ শত ৪৭ জন। পুরুষ ভোটার ৭৪,৫৪৬ মহিলা ভোটার ৭৪,৭৯৭ হিজড়া ভোটার ৪ জন।মোট ভোট কেন্দ্র ৬০টি। প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং ৩ শত ৬৪ জন, পোলিং অফিসার ৭ শত ২৮ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৩ শত ৬৪ টি। উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনের ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে।
বিরামপুর উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। বিরামপুর উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.