|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৪
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বেগুনিয়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের সময় ঈগল সমর্থকদের বাধা দেয় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের স্থানীয় সমর্থকরা।
স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদসহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বেশ কয়েকজন সমর্থক বেগুনীয়া এলাকার ভোটারদের বাড়িতে গিয়ে টাকা বিতরন করেন। এসময় তারা ভোটারদের কেন্দ্রে যাতায়াত খরচ ও বাদাম খাওয়ার খরচের কথা বলে টাকা দিয়ে ঈগল প্রতীকে ভোট চান। স্থানীয় নৌকার সমর্থকরা ঘটনা জানতে পেরে তাদের বাধা দেন। পরে স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও নৌকা প্রতীকের সমর্থক উজ্জ্বল হোসেন বলেন, ঈগল প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে দেখলে আমরা নিষেধ করি ও বাধা দিই। পরে স্থানীয়দের বাধা পেয়ে তারা ফিরে যায়।
উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদ বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে টাকা দিইনি। আমি ঈগলের ভোট করায় নানা ভাবে আমাকেই হুমকি দেয়া হচ্ছে।
এবিষয়ে জানতে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাইমেনা শারমীনের সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.