|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
জামালপুর-১ আসনে নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৪
জামালপুর-১ আসন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি (শনিবার) দুপুরে বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্স সহ সরঞ্জামাদী হস্তান্তর করা হয়।
বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত জানান, বকশীগঞ্জ উপজেলায় ৫৩ টি ভোট কেন্দ্রের সরঞ্জামাদী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার ৭৪ টি ভোট কেন্দ্রে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
৭ জানুয়ারি ভোর থেকে কড়া নিরাপত্তায় ভোটের ব্যালট পেপার বিতরণ করা হবে।
নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৪ লাখ ১ হাজার ৪৯৯ জন ভোটার ভোট প্রদান করবেন।
এবারের নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ , জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বাবু ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.